Archive

Urvi Prakashan - Ismat Chugtai - download1

ইসমত চুগতাই ভারতীয় উপমহাদেশের সেরা লেখকদের অন্যতম। তাঁর কাহিনীতে নারীদের দুর্দশার কথা যেমন আছে , তেমনই রয়েছে নানা সামাজিক ক্ষমতার কাছে মানুষের অসহায়তার চিত্র,এমনকি তার এই ব্যবস্থাকে অস্বীকার করবার জেদের কথাও।তাই যৌনদাসত্ব, দেশভাগ, ধর্ষণ,সমকামিতা,নিজস্ব আবেগ ও বিদ্রোহ সবই রয়েছে এই সব গল্পে। ৩২ টি গল্পের সংকলন মূল উর্দু থেকে অনূদিত এই বইটি অবশ্য সংগ্রহনীয়।