<%
let i = 1;
let img_baseurl = "https://www.gambheersamachar.in/media/120";
$.each(EpaperData.pgModels_Grouped[state.sp_id],function(){ %>
Page <%= i %>
<% i++; }) %>
Urbee Prakashan - Khalit Devdat - Page 1
ইসমত চুগতাই, মহম্মদ আলি জিন্না,অশোক কুমার,বারি সাহেব, শ্যামসুন্দর চাড্ডা এবং চিত্রশিল্পী সায়রার মাতা নাসিম বানুর সম্পর্কে মান্টোর রচনা সন্নিবেশিত হয়েছে এই গ্রন্থে। মান্টো নিজেই বলেছেন,এঁদের সকলেরই যথেচ্ছ কেশকর্তন করেছেন তিনি। সেজন্যই 'আফাক ' পত্রিকায় প্রকাশিত এই সিরিজের লেখাগুলোর সম্মিলিত নাম তিনি দিয়েছেন 'গজ্ঞে ফরিশতে ' । বাংলায় অনুবাদক তথা সম্পাদক তর্জমা করেছেন 'খলিল দেবদূতেরা'।আশাকরি বইটি অবশ্যই পাঠক প্রশংসিত হবে।